Skip to content

Latest commit

 

History

History
69 lines (50 loc) · 2.49 KB

singleton-pattern.md

File metadata and controls

69 lines (50 loc) · 2.49 KB

সিঙ্গেলটোন ডিজাইন প্যাটার্নঃ

সিঙ্গেলটোন ডিজাইন প্যাটার্ন ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন ক্যাটাগরির মধ্যে পরে। এই প্যাটার্নের মুল উদ্দেশ্য হল প্রতিটি ক্লাসের শুধু মাত্র একটিই ইন্সট্যান্স/অবজেক্ট থাকা।

ধরুন, Singleton নামে আমাদের একটা ক্লাস আছে তাহলে সিঙ্গেলটোন প্যাটার্নে এই ক্লাসকে এমনভাবে ব্যবহার করতে হবে যেন নতুন কোন ইন্সট্যান্স/অবজেক্ট তৈরি না হয়ে একটিই থাকে আর এই কাজটি আমরা নিচের মত করে করতে পারিঃ

<?php

class Singleton
{
    private static $instance;

    public static function getInstance()
    {
        if (null === self::$instance) {
            self::$instance = new self();
        }

        return self::$instance;
    }

    private function __construct()
    {

    }

    public function sayHi()
    {
        echo 'Hi';
    }
}

$singleton = Singleton::getInstance();

$singleton->sayHi();

এখানে ক্লাসটি বাইরে থেকে ইন্সট্যান্সিয়েট না করে getInstance() স্ট্যাটিক মেথডটি ডিক্লেয়ার করা হয়েছে যাতে ক্লাসের ইন্সট্যান্সটা রিটার্ন করে।

অর্থাৎ,

$singleton = new Singleton();

এর পরিবর্তে

$singleton = Singleton::getInstance();

ব্যবহার করা হয়েছে।

আর ক্লাসের ইন্সট্যান্স $instance নামে ভ্যারিয়েবল এ রাখা হয়েছে।

যেমনঃ

private static $instance;

public static function getInstance()
{
    if (null === self::$instance) {
        self::$instance = new self();
    }

    return self::$instance;
}

এই লিঙ্ক থেকে কোডটি পাবেন।