Skip to content

Latest commit

 

History

History
49 lines (35 loc) · 4.26 KB

oop-interface.md

File metadata and controls

49 lines (35 loc) · 4.26 KB

ইন্টারফেইস

ইন্টারফেইসের মাধ্যমে আমরা বলে দেই একটা ক্লাসের কোন কোন মেথড অবশ্যই থাকা লাগবে । কিন্তু আমরা এর মূল ইম্প্লিমেন্টেশনটা নির্দিষ্ট করে দেই না ।

আমরা একটা ইন্টারফেইস ডিফাইন করি interface কিওয়ার্ডটি দিয়ে । এবং যে সব ক্লাস এই ইন্টারফেইস মেনে চলে তারা এই ইন্টারফেইসকে implement করে ।

ইন্টারফেইস ডিফাইন করা হয় সাধারনভাবে ক্লাসের মত করেই । ইন্টারফেইসের মেথডগুলোর শুধু সিগনেচার (কি কি প্যারামিটার নেয়) ডিফাইন করে দেওয়া হয় কিন্তু এই মেথডগুলোর বডি ডিফাইন করা হয় না ।

পিএইচপি ম্যানুয়াল থেকে একটি উদাহরন দেখে নেই:

<?php

// Declare the interface 'iTemplate'
interface iTemplate
{
    public function setVariable($name, $var);
    public function getHtml($template);
}

// Implement the interface
// This will work
class Template implements iTemplate
{
    private $vars = array();
  
    public function setVariable($name, $var)
    {
        $this->vars[$name] = $var;
    }
  
    public function getHtml($template)
    {
        foreach($this->vars as $name => $value) {
            $template = str_replace('{' . $name . '}', $value, $template);
        }
 
        return $template;
    }
}

এখানে আমরা iTemplate নামে একটি ইন্টারফেইস ডিফাইন করেছি । আমাদের Template ক্লাসটি এই ইন্টারফেইস ইম্প্লিমেন্ট করে । খেয়াল করুন আমরা দেখছি কিভাবে ইন্টারফেইসে শুধু মেথড সিগনেচার এবং আমাদের মূল ক্লাসে তার ইম্প্লিমেন্টেশন তৈরি করা হয়েছে ।

আমরা যদি ইম্প্লিমেন্টেশন ক্লাসে ইন্টারফেইসের কোন মেথড ডিফাইন করতে ভুলে যাই সেক্ষেত্রে আমরা ফ্যাটাল এরর পাবো ।

পিএইচপিতে একটি ক্লাস অনেকগুলো ইন্টারফেইস ইম্প্লিমেন্ট করতে পারে তবে যদি দুইটি ইন্টারফেইসের একই নামের মেথড থাকে তাহলে সঙ্গত কারনেই কোন ক্লাস এই দুটি ইন্টারফেইস একই সাথে ইম্প্লিমেন্ট করতে পারবে না । সেটা করলে ঐ মেথডের নাম নিয়ে কনফ্লিক্ট তৈরি হবে ।

ইন্টারফেইস হলো অনেকটা ডেভেলপারের সাথে চুক্তি করার মতো । আমাদের চুক্তি মেনে নিতে হলে তাকে অবশ্যই আমাদের বলে দেওয়া মেথড ইম্প্লিমেন্ট করতে হবে । যখন কোন ক্লাস আমাদের ডিফাইন করা ইন্টারফেইস ইম্প্লিমেন্ট করে তখন আমরা ধরে নিতে পারি আমাদের বলে দেওয়া মেথডগুলো ঐ ক্লাসে আছে । এর ফলে আমরা ক্লাসের প্রয়োজনীয় ডিজাইন সম্পর্কে নিশ্চিত হতে পারি ।